বিষয়বস্তুতে চলুন

রোগশয্যায়/৭

উইকিসংকলন থেকে

গহন রজনীমাঝে
রােগীর আবিল দৃষ্টিতলে
যখন সহসা দেখি
তােমার জাগ্রত আবির্ভাব
মনে হয় যেন
আকাশে অগণ্য গ্রহতারা
অন্তহীন কালে
আমারি প্রাণের দায় করিছে স্বীকার।
তারপরে জানি যবে
তুমি চলে যাবে,
আতঙ্ক জাগায় অকস্মাৎ
উদাসীন জগতের ভীষণ স্তব্ধতা॥

জোড়াসাঁকো
১২ নভেম্বর, ১৯৪০
রাত্রি দুটা