বিষয়বস্তুতে চলুন

রোবাইয়াৎ-ই-ওমর খৈয়াম/২২

উইকিসংকলন থেকে

স্ফূর্ত্তি যে আজ কর্‌ছি মোরা
সেই পুরাতন ঘরের মাঝ,
বসন্ত এই দিচ্ছে বাহার—
নূতন ফুলের রঙীন্ সাজ;—
ভাগ্যে সবার সেইতো লেখা—
মাটীর নীচে মরণ-পুর,
মোদের পরে ক’র্‌বে কারা
সেই পুরেতে শ্রান্তি দূর!॥ ২২