রোবাইয়াৎ-ই-ওমর খৈয়াম/২৯

উইকিসংকলন থেকে

কেনই বা মোর জন্ম নেওয়া
এই যে বিপুল বিশ্বমাঝ,
আসছি ভেসে কিসের স্রোতে—
হেথায় বা মোর কিসের কাজ?
কোথায় পুনঃ—কেই বা জানে—
ফির্‌তে হবে একটী দিন—
উধাও সে কোন্ মরুর ’পরে
হাওয়ার মতই লক্ষ্যহীন! ॥ ২৯ ॥

 

—— কেনই বা মোর জন্ম নেওয়া এই যে বিপুল বিশ্বমাঝ,
আসছি ভেসে কিসের স্রোতে—হেথায় বা মোর কিসের কাজ?
কোথায় পুনঃ—কেই বা জানে—ফির্‌তে হবে একটী দিন—
উধাও সে কোন মরুর ’পরে হাওয়ার মতই লক্ষ্যহীন!——