রোবাইয়াৎ-ই-ওমর খৈয়াম/৩৪

উইকিসংকলন থেকে

তখন ফিরে মুখটী চুমি
মাটীর গড়া পেয়ালাটির,
সুধাই তারে—রহস্যটার
অর্থ সে কি খুব গভীর?
অধর’পরে রাখ্‌তে অধর,
বাজ্‌ল কানে অফুট্ স্বর—
যদিন বাঁচো পান ক’রে নাও,
ফির্‌বে না আর মরণ পর! ॥ ৩৪

 

—— তখন ফিরে মুখটী চুমি মাটীর গড়া পেয়ালাটীর,
সুধাই তারে—রহস্যটার অর্থ সে কি খুব গভীর?
অধর’পরে রাখ্‌তে অধর, বাজ্‌ল কানে অফুট স্বর—
যদিন বাঁচো পান ক’রে নাও, ফির্‌বে না আর মরণ পর।——