রোবাইয়াৎ-ই-ওমর খৈয়াম/৪২

উইকিসংকলন থেকে

এই তো সেদিন সাঁঝের বেলা,
পেয়ালা হাতে গোপন পায়,
স্বর্গ-দূতী এল সে মোর
মুক্ত-দুয়ার পানশালায়;
ব’ল্‌লে মোরে—পাত্র-সুধায়
চুমুক দে’ নাও একটি বার—
দেখ্‌নু চেখে—আর কিছু নয়,
সেই পুরাতন দ্রাক্ষাসার! ॥ ৪২ ॥

 

—— এই তো সেদিন সাঁঝের বেলা, পেয়ালা হাতে গোপন পায়,
স্বর্গ-দূতী এল সে মোর মুক্ত-দুয়ার পানশালায়।
ব’ল্‌লে মোরে—পাত্র-সুধায় চুমুক দে’ নাও একটি বার—
দেখ্‌নু চেখে—আর কিছু নয়, সেই পুরাতন দ্রাক্ষাসার!——