রোবাইয়াৎ-ই-ওমর খৈয়াম/৫২

উইকিসংকলন থেকে

মাথার ’পরে উপুড়-করা
পেয়ালা—যারে স্বর্গ কয়,
যার নীচেতে চুপ্‌টি ক’রে
চক্ষু বুজে দিনটা বয়,
হস্ত জুড়ে তার কাছেতে
চাইছ কিবা ভাগ্য-দীন?
নিয়ৎ-সূতোয় বদ্ধ ও যে,
তোমার মতই শক্তিহীন! ॥ ৫২ ॥