বিষয়বস্তুতে চলুন

রোবাইয়াৎ-ই-ওমর খৈয়াম/৫৪

উইকিসংকলন থেকে

তোমায় নাহয় ব’লেই রাখি—
প্রথম যেদিন যাত্রা মোর—
চোখের জলে বিদায় নিয়ে
পেরিয়ে এনু স্বর্গ-দোর;—
কোন্ পাপেতে হেথায় আসা
ভাগ্য-দেবীর অনুজ্ঞায়—
আস্‌তে পথে দেখ্‌নু যে মোর
অস্থিতে কার্ চিহ্ন ভায়।॥ ৫৪॥