রোমিও-জুলিয়েত
এই শিল্পকর্মের লেখাগুলিকে মূল বইয়ের স্ক্যান প্রতিলিপি নির্ঘণ্ট:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf থেকে নিয়ে আসা প্রয়োজন। আপনি যদি আপনি প্রুফরিড করে আমাদের সাহায্য করতে ইচ্ছুক হন, দয়া করে কেমন ভাবে প্রুফরিড করতে হয় তা দেখুন। |
রোমিও-জুলিয়েত । ( ছায়া ) বাণী-বর-পুত্র তুমি, দেব অবতার। ক্ষম অপরাধ, পদ পরশি তোমার } শ্ৰীহেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রণীত । శాఖీగా - কলিকাতা ২৯৩ নন্দকুমার চৌধুরীর লেন হইতে, আর্য্য-সাহিত্য-সমিতি কর্তৃক প্রকাশিত । &a ) ....................-ഹങ്ങ মূল্য ॥• জানা মাত্র । কলিকাতা ২০ নং স্বকীয়া স্ট্রীট, “কালিক যন্ত্রে” শ্ৰীশরচ্চন্দ্র চক্রবর্তী দ্বারা মুদ্রিত। শ্ৰীহেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সূচনা । মুচারু মুনার, বরণ নগর, এ দৃপ্ত ঘটনা যেখানে হয় ; বহু ধন মান, সন্ত্রাস্ত সমান, দুই ঘর ধনী ছিল সেথায়। দ্বেষ হিংস তরে, ছিল পরস্পরে, বহুদিন হ’তে মনোবিরাগ । সময়ে সময়ে, অস্থয়া উদয়ে, করেতে রঞ্জিত রুধির রাগ, অদৃষ্ট্রের বশে, দুই ঘরে শেষে, জনমিল দুই প্রণয়ী প্রাণী, সহিয়া কত না, প্রণয় যাতন, ম'রে ঘুচাইল কুলের গ্লানি। পিতৃ হৃদিতল-নিহিত-অনল, কতু না কিছুতে নিবিত যাহা, অপত্য-হনন-যজ্ঞ-সমাপন, নিধনে অপত্য, নিবিল তাহা । সেই ভয়ঙ্কর, ঈর্ষা-প্রাণীহর, সেই নিদারুণ এণয় কথা, দও দুই ধরি, এই মঞ্চোপরি, দেখাইব আজি, ঘটিল যথা । যদি দয়া করি, কর দরশন, করহ শ্রবণ অাদরে তাহ1; যতনে শোধন, করিব পশ্চাৎ, আজি মনোমত না হবে যাহা ।
রোমিও-জুলিয়েত
(নাটক)
উইলিয়াম সেক্সপীয়র প্রণীত
বাণী বরপুত্র তুমি দেব-অবতার।
ক্ষম অপরাধ, পদ পরশি তোমার।।
কবিবর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় অনূদিত
- সূচী
- নাট্যোক্ত ব্যক্তিগণের নাম
- রোমিও-জুলিয়েতের ভূমিকা
- সূচনা
- প্রথম অঙ্ক : প্রথম দৃশ্য
- প্রথম অঙ্ক : দ্বিতীয় দৃশ্য
- প্রথম অঙ্ক : তৃতীয় দৃশ্য
- প্রথম অঙ্ক : চতুর্থ দৃশ্য
- প্রথম অঙ্ক : পঞ্চম দৃশ্য
- প্রথম অঙ্ক : ষষ্ঠ দৃশ্য
- প্রথম অঙ্ক : সপ্তম দৃশ্য
- দ্বিতীয় অঙ্ক : প্রথম দৃশ্য
- দ্বিতীয় অঙ্ক : দ্বিতীয় দৃশ্য
- দ্বিতীয় অঙ্ক : তৃতীয় দৃশ্য
- দ্বিতীয় অঙ্ক : চতুর্থ দৃশ্য
- দ্বিতীয় অঙ্ক : পঞ্চম দৃশ্য
- দ্বিতীয় অঙ্ক : ষষ্ঠ দৃশ্য
- তৃতীয় অঙ্ক : প্রথম দৃশ্য
- তৃতীয় অঙ্ক : দ্বিতীয় দৃশ্য
- তৃতীয় অঙ্ক : তৃতীয় দৃশ্য
- তৃতীয় অঙ্ক : চতুর্থ দৃশ্য
- তৃতীয় অঙ্ক : পঞ্চম দৃশ্য
- তৃতীয় অঙ্ক : প্রথম দৃশ্য
- চতুর্থ অঙ্ক : প্রথম দৃশ্য
- চতুর্থ অঙ্ক : দ্বিতীয় দৃশ্য
- চতুর্থ অঙ্ক : তৃতীয় দৃশ্য
- চতুর্থ অঙ্ক : চতুর্থ দৃশ্য
- চতুর্থ অঙ্ক : পঞ্চম দৃশ্য
- চতুর্থ অঙ্ক : ষষ্ঠ দৃশ্য
- পঞ্চম অঙ্ক : প্রথম দৃশ্য
- দ্বিতীয় অঙ্ক : প্রথম দৃশ্য
- পঞ্চম অঙ্ক : তৃতীয় দৃশ্য