ললিতাসুন্দরী ও কবিতাবলী/কবিতাবলী/আমার হৃদয়

উইকিসংকলন থেকে
কবিতাবলী।
আমার হৃদয়।

কি কথা কহে গো শশী রজনীর সনে,
কি কথা কহে গো রবি প্রভাত-গগনে,
কি কথা কুমুম কহে ধীর-সমীরণে,
 আর আমার হৃদয়?

কি প্রেমে লহরী করে বেলা-আলিঙ্গন,
কি প্রেমে বেলা বা করে লহরী-চুম্বন,
কি প্রেমে উছলি উঠে সাগর-বদন,
 আর আমার হৃদয়?


কি গান গাহে গো তরু লতিকার কাণে,
কি গান বরষে চন্দ্র ধরণীর প্রাণে,
কি গান কোকিল গায় বসন্তের ধ্যানে,
 আর আমার হৃদয়?

কি শোভা চন্দ্রিকা দেখে সাগরের জলে,
কি শোভা ভ্রমর দেখে নবীন উৎপলে,
কি শোভা নীরদ দেখে সৌদামিনী দলে,
 আর আমার হৃদয়?

কি উল্লাসে করে উষা অরুণে বরণ,
কি উল্লাসে করে নিশা শশী-আলিঙ্গন,
কি উল্লাসে আকাশেতে ফোটে তারাগণ,
 আর আমার হৃদয়?

কি ঘুমে খসিয়ে পড়ে বিটপী-পল্লব,
কি ঘুমে হাসিয়ে পড়ে বসন্ত বিভব,
কি ঘুমে ভাসিয়ে পড়ে তরঙ্গের রব,
 আর আমার হৃদয়?


কি সম্বাদ দেয় আসি হেমন্ত বসন্তে,
কি সম্বাদ দেয় আসি বসন্ত হেমন্তে,
কি সম্বাদ দেয় বর্ষ বরষের অন্তে,
 আর আমার হৃদয়?

কি লোভে পতঙ্গ করে প্রদীপ ধাবন,
কি লোভে শশাঙ্ক করে শরীর-পাতন,
কি লোভে সাগর জলে কাঁদে গো তপন,
 আর আমার হৃদয়?

শৈশব-যৌবনে কেন হইল মিলন,
শৈশব হাসিয়া কেন কৈল পলায়ন,
যৌবন কাঁদিয়া কেন রহিল তখন,
 আর আমার হৃদয়?

ভালবাসা আসি কেন হইল উদয়,
সে কেন পলায়ে গেল ভূলিয়ে প্রণয়?
সাধে এ সোণার বিশ্বে হেরি তমোময়,
 আর আমার হৃদয়?