লালন-গীতিকা/১৪০

উইকিসংকলন থেকে

১৪০

স্বরূপে রূপ আছে গিল্‌টি করা।
রূপ সাধন করলো স্বরূপ নিষ্ঠা যারা॥
শতদল সহ-দলে
রূপ স্বরূপে ভাটা খেলে,

ক্ষণেক রূপ রয় নিরালে
নিরাকারা॥
যদি রূপ বললে কি হয়,
রূপ সাধন তবে কি আর ভয়,
ছিল মন সে মহারাগের করণ,
স্বরূপ দ্বারা॥
এসবে বলে স্বরূপ মণি
থাকনা বসে ভাব-ত্রিবেণী,
লালন কয়, সামাল ধনি,
সেই কিনারায়॥