লালন-গীতিকা/১৫৭

উইকিসংকলন থেকে

১৫৭

কয় দমেতে বাজে ঘড়ি করবে ঠিকানা।
কয় দমে আজ দিন রজনী চলছে বল না॥
দেহের খবর যে জন করে
অনেক রূপ সে দেখতে পারে,
অনেক দম হাওয়ায় চলেরে
কি আজব কারখানা॥
দেহ-তলায় ঘড়ি ঘোরে,
শব্দ হয় শব্দের ঘরে,
ও আর কলকাঠি মুকুলের দ্বারে
দমে আসল চেনা॥

দমের সঙ্গে কর সম্মিলন
অজান খবর জানবি রে মন
বিনয় ক'রে বলছে লালন,
ঠিকের ঘর ভুলো না॥