লালন-গীতিকা/১৯৭

উইকিসংকলন থেকে

১৯৭

আমি কি দোষ দিব কারে রে।
আমার[১] মনের দোষে আমি প’লাম ফেরে রে॥
সুবুদ্ধি সু-স্বভাব গেলো,
কাকের স্বভাব মনের হ'লো
ত্যজিয়ে অমৃত ফল
মাকাল ফলে মন মজিল রে॥
যে আশায় এই ভবে আসা,
তাতে[২] হ'ল ভগ্ন দশা,[২]
ঘটিল রে[৩] কি দুর্দশা—
(আমার) ঠাকুর গড়তে বানর হল রে॥
গুরুবস্তু চিনলি নে মন,
অসময়ে কি করবি তখন,
বিনয়[৪] করে বলছে[৪] লালন,
(আমার) যজ্ঞের ঘৃত কুত্তায় খেলো রে॥

  1. আপন
  2. ২.০ ২.১ হল না তার রতি মাষা, ভাঙ্গলো রে আশার বাসা
  3. ৪.০ ৪.১ সিরাজ সাঁই কয় অবোধ