লালন-গীতিকা/২২

উইকিসংকলন থেকে

২২

আপন খবর না যদি হয়।
অন্ত নাই যার মন তার খবর কে পায়॥
আত্মারূপে কেবা
ভাণ্ডে করে সেবা
দেখ দেখ যেবা
হও মহাশয়।
কেবা চালায় কেবা চলে ফেরে
কেবা জাগে ধড়ে কেবা ঘুমায়॥

(মনরে)
অন্য গোলমাল ছাড়
আপ্ততত্ত্ব ধর,
লালন বলে, তীর্থ ব্রতের কার্য নয়