লালন-গীতিকা/২৪

উইকিসংকলন থেকে

২৪

অবোধ মনরে তোমার হ’ল না দিশে।
এবার মানুষের করণ হবে কিসে॥

কোন্‌দিন আসবে শমনের[১] চেলা
ভেঙ্গে যাবে ভবের খেলা
সে দিন হিসাব দিতে বিষম জ্বালা[২]
ঘটবে শেষে॥
উজান ভেটেন দুইটি পথ
ভক্তিমুক্তির করণ সেত
এবার তাতে যায় না জরামৃত
যমের ঘর সে॥
সে[৩] পরশে পরশ হবি
সে করণ আর কবে করবি[৪]
দরবেশ সিরাজ সাঁই কয়, লালন বলি
ফাঁকে বসে॥

  1. যমের
  2. লেঠা
  3. যে
  4. জানবি