লালন-গীতিকা/২৫২

উইকিসংকলন থেকে
২৫২

এমন দিন কি হবে রে আর।
খোদা সেই ক’রে গেল রসুল রূপে অবতার॥
আদমের রূহু সেই
কেতাবে শুনিলাম তাই,
নিষ্ঠা যার হ’লো রে ভাই
মানুষ মুরশিদ করলে সার॥
খোদ সুরাতে পয়দা আদম
এও জানা যায় অতি মরম
সাকার[১] নাই যার[২] সুরাত কেমন
লোকে বলবে তাও আমার[৩]
আহাম্মদের[৪] নাম লিখিতে
মিম[৫] হরফ কয় নফি ক'রতে[৫]

সিরাজ সাঁই কয়, লালন তাতে
দেখরে[৬] কিঞ্চিৎ নজীর এবার[৬]

  1. আকার
  2. তার
  3. আবার
  4. আহমদের
  5. ৫.০ ৫.১ নি-মুন কি কয় তার কিসেতে
  6. ৬.০ ৬.১ কিঞ্চিৎ নজীর দেখ এবার