লালন-গীতিকা/২৮৫

উইকিসংকলন থেকে

২৮৫

আপন সুরাতে আদম গঠলে দয়াময়।
নইলে কি ফেরেস্তাকে ছেজদা দিতে কয়::
আল্লা আদম না হ'লে
পাপ হ’তো ছেজদা দিলে
সেরেফ পাপ যারে বলে
এ দীন দুনিয়ায়॥
দুষে সে আদম সফি
আজাজীল হল পাপী,
মন তোমার লাফালাফি
ওমনি দেখা যায়।
আদমি সে চেনে আদম
পশু কি তার পায় মরম,
লালন কয়, আদ্য ধরন
আদম চিনলে হয়॥