লালন-গীতিকা/৩১

উইকিসংকলন থেকে

৩১

মানুষ ধর নেহারে[১]
ওরে মন, নয়নে[২] নয়ন যোগ[২] ক'রে॥
নেহারায় চেহারা বন্দী
করোরে করো একান্তি

সাড়ে চব্বিশ জেলায় খাটাও পান্তি
পালাবে সে কোন শহরে।
ত্বরায় মন দারোগা হয়ে ক’র বন্দী[৩]
স্বরূপ-মন্দিরে॥
স্বরূপে আসন যাহার
পবন-হিল্লোলে নেহার
পক্ষান্তরে দেখ এবার
দিব্য চক্ষু প্রকাশ ক'রে।
দ্বি-পক্ষেতে খেলছে খেলা
নর-নারী রূপ ধ'রে॥
[অমাবস্যা পূণ্যমাসী
তাহে মহা যোগ প্রকাশি
ইন্দ্র চাঁদ বায়ু বরুণাদি
সে যুগের বাঞ্ছিত আছে রে॥
সিরাজ সাঁই বলে রে, লালন
মানুষ সাধ প্রমাণ রে॥][৪]

  1. নিহারে রে
  2. ২.০ ২.১ নয়নে যোগাযোগ
  3. বাতা বন্দী
  4. রবীন্দ্র-সদনে রক্ষিত খাতার অতিরিক্ত পাঠ