লালন-গীতিকা/৩৩

উইকিসংকলন থেকে

৩৩

পারো নিরহেতু সাধন[১] করিতে।
যাওরে ছেড়ে জরামৃত্যু নাই যে দেশেতে॥
নিরহেতু সাধক যারা
তাদের সাধন খাঁটী, করণ সারা[২]
উপসখা কাটিয়ে তারা
চলেছে পথে॥
মুক্তিপদ ত্যজিয়ে সদায়
ভক্তিপদ রেখে[৩] হৃদয়,
শুদ্ধ প্রেমের হবে উদয়,
সাঁই রাজী যাতে॥

সুমঝে সাধন করো ভবে
এবার গেলে আর কি হবে,
লালন কয়[৪] পড়বি তবে,
লক্ষ যোনিতে॥

  1. সাধনা
  2. জবান খাড়া
  3. রেখো
  4. বলে