লালন-গীতিকা/৩৭৭

উইকিসংকলন থেকে
৩৭৭

কে বুঝিতে পারে আমার সাঁইর কুদরতি
অগাধো জলেরো মাঝে জ্বলছে বাতি॥
অনলে জল উষ্ণ হয় না
জলেতে অনল নেভে না
এমনি সে কুদরত কারখানা
দিবরাতি॥
বিনে কাষ্ঠে অনল জ্বলে
জল রয়েছে বিনে স্থলে
আখের হবে জল-অনলে
প্রলয় অতি।
জলে যেদিন ছাড়বে হুঙ্কার
ডুবে যাবে আগুনের ঘর

লালন বলে, সেইদিন বান্দার
হয় কি গতি॥