লালন-গীতিকা/৫১

উইকিসংকলন থেকে

৫১

সে প্রেম সামান্যেতে কি জানা যায়।
সে প্রেম সেধে গৌর শ্যামরায়॥
দেবের দেব পঞ্চাননে,
জেনেছিল সেই এক জনে,
শক্তির আসন বুকে দেয়,
সে মহাশয়॥
প্রেমী একজন চণ্ডীদাসে,
বিকালো রজকী-পাশে,
মরিয়ে জীবন সে,
দান পায়॥
ম’রে যদি ডুবতে পারে,
সে প্রেম গুরু জানায় তারে,
সিরাজ সাঁই কয়, লালন তোরে
তাই জানাই॥