লালন-গীতিকা/৫৭

উইকিসংকলন থেকে

৫৭

আজ[১] করছে রে সাঁই ব্রহ্মাণ্ডের পর সে রূপ লীলে।
নরাকারে ভেসে[২] ছিল সেরূপ হালে॥

আবিম্ব উজালিয়ে নীরো
পড়িছে সে নরেকারো,
ডিম্বরূপে হয় গো তারো
সৃষ্টির ছলে॥
নিরাকারের গম্ভো ভারি
আমি কি তাই জানতে[৩] পারি[৩]
কিঞ্চিৎ প্রমাণ তারি
শুনি সু কুফলে॥
আপন তত্ত্বে আপনি কানা
মিছে করি পড়াশুনা,
লালন বলে, যাবে জানা,
আপনারে চিনিলে॥

  1. আজু
  2. শেষে
  3. ৩.০ ৩.১ বুঝতে পারি