লালন-গীতিকা/৭০

উইকিসংকলন থেকে

৭০

জানগে মানুষের করণ কি সে হয়।
ভুলো না মন বৈদিক ভোলে
রাগের ঘরে রয়[১]



ভাটির সোঁত যার ফেরে উজান
তাইতে কি হয় মানুষের করণ
পরশন না হ'লে মন
দরশন কি পায়[২]
টলাটল করণ যাহার
স্পর্শগুণ[৩] কৈ মেলে তাহার
গুরু শিষ্য যুগ যুগান্তর
ফাঁকে ফাঁকে রয়॥
লোহা স্বর্ণ পরশ-পরশে
মানুষের করণ তেমনি সে
লালন বলে হলে দিশে
জঠর-জ্বালা যায়॥

  1. বয়
  2. হয়
  3. পরশ গুণ