লালন-গীতিকা/৭৪

উইকিসংকলন থেকে

৭৪

কোনদিন সূর্যের আমাবস্যে।
দেখি চাঁদের আমাবস্যা হয় মাসে মাসে॥
আকাশে পাতালে শুনবো না
দেহ-রতির চাই উপাসনা
কোন্‌পথে কখন করে আগমন
চাঁদে চকোর খেলে কখন এসে
বার মাসে ফোটে চব্বিশ ফুল
জানতে হবে কোন্‌ ফুলে তার মূল
আন্দাজী সাধন ক’রোনারে মন,
মূলে ভুলিলে ফল পাবে কিসে॥

যে করে এই আশমানী কারবার
না জানি তার কোথায় বাড়ীঘর
যদি চেতন-মানুষ পাই তাহারে শুধাই
লালন বলে, ঘুচাই মনের দিশে॥