লালন-গীতিকা/৯০

উইকিসংকলন থেকে

৯০

আছে দীন দুনিয়ার অচিন মানুষ একজনা।
কাজের বেলায় পরশমণি আর সময় কেউ চেনে না॥
নবী আলী এই দুজনে
কলমা-দাতা দল আরফিনে
বে-কালমায় যে অচিন জনে
পীরের পীর হয় চেন না[১]
যেদিন সাঁই নরেকারে
ভাসলেন একা একেশ্বরে

সেই অচিন মানুষ তারে
দোসর হ’ল ততখানা॥
কেউ তারে জেনেছে দড়
খোদার ঘোট নবীর বড়
লালন বলে নড়চড়
সে নইলে কুল পাবা না॥

  1. জান না