লালন-গীতিকা/৯৬

উইকিসংকলন থেকে

৯৬

এক ফুলে চার রঙ ধরেছে।
ও সে ভাব-নগরে ফুলে কি আজব শোভা করেছে।
মূল ছাড়া সে ফুলের লতা,
ডাল ছাড়া তার আছে পাতা,
এ বড় অকৈতব কথা
প্রত্যয়[১] হবে[১] কই কার কাছে॥
কারণ বারির মধ্যে সে ফুল
ভেসে বেড়ায় একূল ওকূল
শ্বেত-বরন এক ভ্রমরা ব্যাকুল
সে ফুলের মধুর আশে॥
ডুবে দেখ মন দেল-দরিয়ায়
যে ফুলে নবীর জন্ম হয়
সে ফুল তো সামান্য নয়
লালন কয়, যার মূল নাই দেশে॥

  1. ১.০ ১.১ কে পর ভাবে