পিতা সত্যেন্দ্রনাথ ঠাকুর কর্মস্থল বোম্বাইতে জন্ম। মাতা ও জ্ঞোষ্ঠভ্রাতা সুরেন্্রনাথের সঙ্গে শৈশবে দু'বছর বিলাতে কাটান। ১৮৯২ হ্রী: কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ- পরীক্ষায় পরীক্ষার্থিনীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে পন্মাবতী ত্বর্ণপদক' প্রাপ্ত হন। ১৮৯৯ শ্বী- প্রমথ চৌধুরীর সঙ্গে বিবাহ হয়। রবীন্দ্রনাথ পরিচালিত ও মাতা জ্বানদানন্দিনী সম্পাদিত "বালক, পত্রিকায় শৈশবেই রাষ্কিনের রচনার অনুবাদ প্রকাশ করেন। “সাধনা”, “সবুজপত্র ও “পরিচয়'-এ ফরাসী সাহিত্যের অনুবাদ ও সঙ্কলন প্রকাশ করেন এবং রবীন্দ্রনাথের কোন কোন গল্প, প্রবন্ধ, কবিতা ও “জাপান যাত্রীর ইংরেজী অনুবাদ করেন। মহিলাদের সঙ্গীত-সঙ্ের মুখপত্র “আনন্দ সঙ্গীত পত্রিকা'র অন্যতম যুগ্ম সম্পাদিকা ছিলেন। বঙ্গনারীর মঙ্গলামঙগল-বিষয়ে তার মতামত “নারীর উক্তি' নামক প্রবন্ধে সংগৃহীত আছে। “বাংলার স্ত্রীআচার', “স্মৃতিকথা” “পরাতনী, প্রভতির সম্পীদনী তার অনাতম কীর্তি ।সঙ্গীতেও তিনি অনন্যা ছিলেন। দেশী ও বিদেশী সুরে এবং পিয়ানো, বেহালা, সেতার প্রভৃতি যন্ত্রে বিশেষ দক্ষতা ছিল। স্বামীর সঙ্গে যুক্তভাবে লিখিত “হিন্দুসঙ্গীত' তার সঙ্গীত-চিন্তার পরিচায়ক। “মায়ার খেলা", “ভানুসিংহের পদাবলী”, “কালমৃগয়া* প্রভৃতি ও আরও দু'শো রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি এবং একালে প্রকাশিত বহু রবীন্দ্রসঙ্গীত-স্বরলিপি গ্রন্থও তিনি সম্পাদনা করেন। রবীন্দ্রনাথ রচিত গানের “রবীন্দ্র সঙ্গীতের ত্রিবেণীসঙ্গম' (১৩৬১ ব.) নামক একটি চিত্তাকর্ষক তালিকা প্রকাশ করেন। তার রচিত কিছু গান স্বরলিপিসহ “সুরঙ্গমা' পত্রিকায় গ্রথিত আছে। ১৯৪৪ শ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে “ভুবনমোহিনী পদক' দ্বারা সম্মানিত করেন। ১৯৫৬ শ্রী" বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য নিযুক্ত হন। ১৯৫৭ শ্রী" বিশ্বভারতী তাকে “দেশিকোত্তম' উপাধি দান করেন এবং রবীন্দ্র ভারতী সমিতি ১৯৫৯ শ্রী" প্রথম সম্মিলনী”, “উইমেন্স্ এডুকেশন লীগ', “অল ইন্ডিয়া উইমেন্স্ কন্ফারেন্স' প্রভৃতির সঙ্গেও যুক্ত ছিলেন।
এই লেখকের আংশিক বা সব রচনাগুলি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২২ সালে, ১ জানুয়ারি ১৯৬২ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।