বিশিষ্ট বাঙালি গ্রন্থকার ও সম্পাদক। মূলত জ্ঞানবিজ্ঞান-মূলক গ্রন্থ রচনা ও সংগীতসংকলনের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। অনুসন্ধান ও বঙ্গবাসী পত্রিকার সম্পাদক।চকব্লাহ্মণগড়িয়া-নদীয়া । কলিকাতা মেট্রোপলিটান কলেজে অধ্যয়নকালেই সাহিত্যচর্চায় প্রবৃত্ত হন এবং প্রচলিত পত্রিকাদিতে সবরচিত কবিতা ও প্রবন্ধাবলী প্রকাশ করতেন। বিদ্যাসাগর মহাশয়ের উপদেশ ও উৎসাহে সাহিত্যসেবায় অনুপ্রাণিত হয়ে ১৮৮৭ খী, অনুসন্ধান পত্রিকা প্রকাশ করেন এবং ১৯০৫ খণীে, পষতি তার পরিচালনা করেন। পত্রিকাটি মাসিক, পাক্ষিক, দৈনিক আকারে এবং পরে ইংরেজী বাংলা উভয় ভাষাতেই প্রকাশিত হত । পরে বঙ্গবাসী’ পত্রিকার সম্পাদক হয়ে ১৯o৯ খী, পযর্ণত এই পদে প্রতিষ্ঠিত ছিলেন । এই সময়ে আশ্নরক্ষিণী সভা" কথাপন করে দেশের ধান বিদেশে রপ্তানির বিরুদ্ধে আন্দোলন করেন। ভারতীয় সংবাদপত্রের প্রতিনিধি হিসাবে রয়্যাল সোসাইটি অফ আর্টস কতৃক আমন্ত্রিত হয়েও তিনি ইংল্যাণ্ড যান নি। বহু গ্রন্থ রচনা করলেও প্রয়াস। কিন্তু ভারতবষের ইতিহাস সাতখণ্ডে সমান্ত করেই তিনি মারা যান। মল এবং ব্যাখ্যা ও অনুবাদ সহ মল চতুবেদ বাংলা অক্ষরে প্রকাশ তাঁর অক্ষয় কীতি । ইংরেজ কবি টেনিসনের এনক আর্ডেন’ কাব্য বাংলা পদ্যে অনুবাদ করেছিলেন। রচিত ও সম্পাদিত অন্যান্য গ্রন্থ : বাদশ নারী’, নিবৰ্ণশ-জীবন’, ‘ভারতে দাগোৎসব’, ‘চুরি জয়োচুরি, জাল ও খন’, ‘বাঙালীর গান', 'বৈষ্ণব "লহরী, রামায়ণ’, ‘মহাভারত’, ‘স্বাধীনতার ইতিহাস’, ‘রাণী ভবানী, শিখ যন্ধের ইতিহাস প্রভৃতি ।
এই লেখকের আংশিক বা সব রচনাগুলি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২২ সালে, ১ জানুয়ারি ১৯৬২ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।