লেখক:প্রভাতকুমার মুখোপাধ্যায়
←লেখক নির্ঘণ্ট: প | প্রভাতকুমার মুখোপাধ্যায় (১৮৭৩–১৯৩২) |
কথাসাহিত্যিক।কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে অধ্যাপক পদে বৃত হন এবং আমৃত্যু ওই পদে কর্মরত ছিলেন। ছাত্রাবস্থায় ভারতী পত্রিকায় কবিতা রচনার মধ্য দিয়ে প্রভাতকুমারের সাহিত্যজীবনের শুরু। পরে তিনি গদ্যরচনা শুরু করেন। তিনি ‘শ্রীমতী রাধামণি দেবী’ ও ‘শ্রীজানোয়ারচন্দ্র শর্মা’ ছদ্মনামে লিখতেন। জগদিন্দ্রনাথ রায়ের সঙ্গে যৌথভাবে তিনি মানসী ও মর্মবাণী পত্রিকা সম্পাদনা করেন। রবীন্দ্রযুগে ছোটগল্প লিখে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। সরল, অনাবিল ও লঘুভঙ্গিতে গভীরতম জীবন বিশ্লেষণ তাঁর গল্পের বৈশিষ্ট্য। তিনি শতাধিক গল্প লিখেছেন। তাঁর প্রধান কয়েকটি গল্পগ্রন্থ: নবকথা (১৮৯৯), ষোড়শী (১৯০৬), গল্পাঞ্জলি (১৯১৩), গল্পবীথি (১৯১৬), পত্রপুষ্প (১৯১৭) ও নূতন বউ (১৯২৯)।
প্রভাতকুমার মোট ১৪টি উপন্যাস রচনা করেছেন। তারমধ্যে রত্নদীপ (১৯১৫) শ্রেষ্ঠ বলে বিবেচিত। এটির নাট্যরূপ ও চিত্ররূপও জনপ্রিয় হয়েছিল। তাঁর অন্যান্য উপন্যাস: রমাসুন্দরী (১৯০৮), নবীন সন্ন্যাসী (১৯১২), জীবনের মূল্য (১৯১৭), সিঁদুর কৌটা (১৯১৯), মনের মানুষ (১৯২২), আরতি (১৯২৭), প্রতিমা (১৯২৮) ও গরীব স্বামী (১৯৩০)। তিনি অভিশাপ (১৯০০) নামে একটি ব্যঙ্গকাব্যও রচনা করেন। শ্রীজানোয়ারচন্দ্র শর্মা নামে রচিত তাঁর সূক্ষ্মলোম পরিণয় নাটকটি মর্মবাণী পত্রিকায় প্রকাশিত হয়। সাহিত্যে অবদানের জন্য প্রভাতকুমার প্রথম ‘কুন্তলীন’ পুরস্কার লাভ করেন। ১৯৩২ সালের ৫ এপ্রিল কলকাতায় তাঁর মৃত্যু হয়। |
![]() ![]() |
ভারতীয় লেখক | |
মিডিয়া আপলোড করুন | |
স্থানীয় ভাষায় নাম | প্রভাত কুমার মুখোপাধ্যায় |
---|---|
জন্ম তারিখ | ৩ ফেব্রুয়ারি ১৮৭৩ হুগলী-চুঁচুড়া |
মৃত্যু তারিখ | ৫ এপ্রিল ১৯৩২ |
নাগরিকত্ব |
|
শিক্ষালাভ করেছেন |
|
পেশা |
|
নিয়োগকর্তা |
|
কাজের ক্ষেত্র |
|
মাতৃভাষা |
|
লেখার ভাষা |
|
![]() |
সাহিত্যকর্ম[সম্পাদনা]
গল্পগ্রন্থ[সম্পাদনা]
- নবকথা (১৮৯),
- ষোড়শী (১৯০৬),
- গল্পাঞ্জলি (১৯১৩),
- গল্পবীথি (১৯১৬),
- পত্রপুষ্প (১৯১৭)
- নূতন বউ (১৯২৯)
- গহনার বাক্স ও অন্যান্য গল্প (১৯২১)
- জামাতা বাবাজি ও অন্যান্য গল্প (১৯২৯)প্রভাতকুমার মুখোপাধ্যায়ের গল্প গ্রন্থসমূহ
উপন্যাস[সম্পাদনা]
- রত্নদীপ (১৯১৫)
- রমাসুন্দরী (১৯০৮),
- নবীন সন্ন্যাসী (১৯১২),
- জীবনের মূল্য (১৯১৭),
- সিঁদুর কৌটা (১৯১৯),
- মনের মানুষ (১৯২২),
- আরতি (১৯২৭),
- প্রতিমা (১৯২৮)
- গরীব স্বামী (১৯৩০)
- তিনি অভিশাপ (১৯০০)

এই লেখকের আংশিক বা সব রচনাগুলি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৩ সালে, ১ জানুয়ারি ১৯৬৩ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।

|