সত্যকিস্কর সাহানা, বিদ্যাবিনোদ, রায়বাহাদুর (৫.৫.১৮৭৪ - ৭:১০-১৯৬০) শুড়িপুক্করিণী,বাকুড়া। গিরিডি এন্ট্রান্স স্কুলের (বিহার) ছাত্র হিসাবে ১৮৯১ শ্রী. বর্ধমান কেন্দ্র থেকে এন্ট্রাস, ১৮৯৪ শ্রী: এফ'এ" এবং ১৮৯৮ শ্রী: বি.এ পাশ করেন। ১৯১৭ শ্রী: তিনি ধাকুড়ায় বাস করতে থাকেন। নানা জনহিতকর প্রতিষ্ঠানে যোগ দেন। সমাজসেবার সঙ্গে সঙ্গে তিনি বাঙ্গালীদের মধ্যে প্রথম চাউলের কল-শ্রীধর রাইস মিল' প্রতিষ্ঠা করেন। বাকুড়া শহরে নিজ গৃহসংলগ্ন ৮০/৯০ বিঘা অনুর্বর কাকরময় ভূমিতে কৃপ ও পুষ্করিণী খনন করে নানাজাতীয় ফুল ও সবজি বাগান করেন এবং বাকুড়া-রানীগঞ্জ রাস্তার ধারে কয়েক শত বিঘা জঙ্গল ক্রয় করে সেখানে একটি আদর্শ কৃষিশালা খোলেন। অনারারি ম্যাজিস্ট্রেট এবং বিষ্ণ্পুর থেকে নির্বাচিত বঙ্গীয় ব্যবস্থা পরিষদের সদস্য ছিলেন। “হিতবাদী', “সঞ্জীবনী', “সাহিত্য, 'প্রবাসী', ভারতবর্ষ ও “বসুমতী' পত্রিকায় তার বহু কবিতা প্রকাশিত হয়। রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: “চণ্ডীদাস প্রসঙ্গ, 'শকুস্তলা প্রসঙ্গ, “মহাভারতে অনুশীলনতত্ব' প্রভৃতি ।
এই লেখকের আংশিক বা সব রচনাগুলি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৩ সালে, ১ জানুয়ারি ১৯৬৩ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।