মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্তবাগীশ (১৮৭৬-১৯৬১) সংস্কৃত পন্ডিত, লেখক। তার সম্পাদিত সংস্কৃত মহাভারতের সটীক সম্পাদনা সর্বাপেক্ষা পান্ডিত্যপূর্ণ কাজ । একক প্রচেষ্টায় তিনি ১৫৯ খন্ডে মূলশ্লোক সহ বঙ্গানুবাদ প্রকাশ করেন (১৯২৯-৫০)। ফলে সাধারণ বাঙালি পাঠকের পক্ষে মহাভারত পাঠ ও আলোচনার পথ সুগম হয়। তিনি ১৯৩৫-৩৬ সময়পর্বে বঙ্গীয় সাহিত্য পরিষৎএর সহকারী সভাপতি এবং পরে বিশিষ্ট অধ্যাপক নির্বাচিত হন। তিনি কাশীর ভারতধর্ম মহামন্ডল দ্বারা ‘মহোপদেশক’, ভারতীয় পন্ডিতমন্ডল দ্বারা ‘মহাকবি’, শান্তিপুর পুরাণ পরিষদ দ্বারা ‘ভারতাচার্য’, ভারত সরকার দ্বারা ‘মহামহোপাধ্যায়’ (১৯৩৩) ও ‘পদ্মভূষণ’ (১৯৬০) উপাধি এবং পশ্চিমবঙ্গ সরকার দ্বারা রবীন্দ্র পুরস্কার (১৯৬১) প্রাপ্ত হন।
এই লেখকের আংশিক বা সব রচনাগুলি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৩ সালে, ১ জানুয়ারি ১৯৬৩ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।