লেখক আলাপ:হরিমোহন মুখোপাধ্যায়
আলোচনা যোগ করুনসংসদ বাংলা চরিত অভিধান থেকে।।।।
হরিমোহন মখোপাধ্যায় ১ (১.৮.১৮৬o - : ) রাহতা—চব্বিশ পরগনা। বিশ্বম্ভর। রঙ্গলাল ও কওকাবতীর লেখক ত্রৈলোক্যনাথ তাঁর অগ্রজ । শৈশব থেকেই তিনি সংবাদপত্রে কবিতা ও প্রবন্ধ রচনা শুরু করেন । ১৮৭৫ খ্রী. থেকে প্রায় প্রত্যেক সপ্তাহের সাধারণীতে তাঁর রচিত প্রবন্ধ বা কবিতা প্রকাশিত হত। ১৮৭৮ - ৭১ খন্ত্রী, তিনি এলাহাবাদের কৃষি ও বাণিজ্য বিভাগে চাকরি পান। সোমপ্রকাশ’-সম্পাদক বারকানাথ বিদ্যাভূষণ অসন্থে হলে তাঁর অনুরোধে তিনি পত্রিকাটির পরিচালনার ভার গ্রহণ করেন । ‘মুকুট-উ-ধার’ ও ‘অদষ্টবিজয়’ নামে ২টি মহাকাব্য, জীবনসঙ্গীত ও সকের ঠানদিদি’ নামে খণ্ডকাব্য, প্রণয়-প্রতিমা’ নাটক এবং যোগিনী’, ‘কমলাদেবী ও জীবনতারা’ নামে ৩টি উপন্যাস রচনা করেন। ইংরেজী ছাড়া সংস্কৃত, উদর ও ফারসী ভাষায়ও তাঁর ব্যুৎপত্তি ছিল । ৩ে,১৪৯]
হরিমোহন মখোপাধ্যায় ২ (১৯শ শতাব্দী) গোয়াড়ি-কৃষ্ণনগর । আটটি অধ্যায়ে রচিত কবিচরিত’ নামক বিখ্যাত গ্রন্থের রচয়িতা। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য রচনা : কাদম্বিনী নাটক’ (১৮৬১). ‘জয়াবতীর উপাখ্যান’, ‘মণিমালিনী (নাটক, ১৮৭৪) প্রভৃতি। [৩]
হরিমোহন মখোপাধ্যায় ৩ (১৯শ শতাব্দী) হুগলির সানিহাটিতে জন্ম। বঙ্গবাসী পত্রিকার সহকারি সম্পাদক । প্রকাশিত গ্রন্থ, বঙ্গভাষার লেখক, সংগীত তরঙ্গ, দাসরথিরায়ের পাচালি, নকুড় বাব্উ, ভজহরি সরকার।
লেখক:হরিমোহন মুখোপাধ্যায় নিয়ে একটি আলোচনা শুরু করুন
আলাপ পাতা হল উইকিসংকলন সম্পর্কিত বিষয় নিয়ে আলাপ করার একটি স্থান। আপনি এই আলাপ পাতাটি ব্যবহার করে, কীভাবে লেখক:হরিমোহন মুখোপাধ্যায়-এর উন্নতি করা যায় সে সম্পর্কে অন্যদের সাথে আলোচনা শুরু করতে পারেন।