শকুন্তলা (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ১৮৭৫)
শকুন্তলা
কালিদাসপ্রণীত অভিজ্ঞানশকুন্তল নাটকের
উপাখ্যানভাগ
শ্রী ঈ শ্ব র চ ন্দ্র বি দ্যা সা গ র স ঙ্ক লি ত।
একাদশ সংস্করণ।
কলিকাতা
সংস্কৃত যন্ত্র।
সংবৎ ১৯৩১।
Price Twelve Annas.
মূল্য বার আনা।
A
TALE
FROM
THE SAKUNTALA OF KALIDASA
BY
ISWARACHANDRA VIDYASAGARA.
ELEVENTH EDITION.


CALCUTTA:
PUBLISHED BY THE SANSKRIT PRESS DEPOSITORY,
NO. 30 BECHOO CHATTERJEE'S STREET.
1875.
শকুন্তলা
কালিদাসপ্রণীত অভিজ্ঞানশকুন্তল নাটকের
উপাখ্যানভাগ
শ্রীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঙ্কলিত।
একাদশ সংস্করণ।


কলিকাতা।
সংস্কৃত যন্ত্র।
সংবৎ ১৯৩১
বিজ্ঞাপন


ভারতবর্ষের সর্ব্ব প্রধান কবি কালিদাসের প্রণীত শকুন্তলা সংস্কৃত ভাষায় সর্বোৎকৃষ্ট নাটক। এই পুস্তকে সেই সর্ব্বোৎকৃষ্ট নাটকের উপাখ্যানভাগ সঙ্কলিত হইল। এই উপাখ্যানে মূলগ্রন্থের অলৌকিকচমৎকারিত্বসন্দর্শনের প্রত্যাশা করা যাইতে পারে না। যাঁহারা সংস্কৃতে শকুন্তলা পাঠ করিয়াছেন এবং এই উপাখ্যান পাঠ করিবেন, চমৎকারিত্ব বিষয়ে উভয়ের কত অন্তর, তাহা অনায়াসে বুঝিতে পারিবেন এবং সংস্কৃতানভিজ্ঞ পাঠকবর্গের নিকট কালিদাসের ও শকুন্তলার এই রূপে পরিচয় দিলাম বলিয়া, মনে মনে কত শত বার আমায় তিরস্কার করিবেন। বস্তুতঃ, বাঙ্গালায় এই উপাখ্যান সঙ্কলন করিয়া, আমি কালিদাসের ও শকুন্তলার অবমাননা করিয়াছি। পাঠকবর্গ! আপনাদের নিকট আমার প্রার্থনা এই, আপনারা যেন, এই শকুন্তলা দেখিয়া, কালিদাসের শকুন্তলার উৎকর্ষ পরীক্ষা না করেন।
সূচীপত্র

এই লেখাটি ১ জানুয়ারি ১৯২৮ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।