শান্তির স্বপক্ষে/এই ভালো
পরিভ্রমণে চলুন
অনুসন্ধানে চলুন
(পৃ. ৯)
এই ভালো
এই ভালো এই এমনি ধারা
নিজের মধ্যে নিজে বসে
আপন মনে বাজিয়ে যাওয়া
এ একতারা।
নাইবা বাজল ঝাঁপতাল কি ধ্রুপদ ধামার
বিভাস ললিত বাজাক আপন খেয়াল খুশী
এই ভালো, এই থিতিয়ে যাওয়া ডুবে যাওয়া
যাক বয়ে আজ এই নিভৃতে বহমানা।
জীবন, আমার জীবন। তুমি বহমানা—
নদীর মতই যাও বয়ে যাও আপন মনে।