শান্তির স্বপক্ষে/একটি জিজ্ঞাসা
পরিভ্রমণে চলুন
অনুসন্ধানে চলুন
(পৃ. ৩৩)
একটি জিজ্ঞাসা
এত সব দেখে শুনে
এবার কোন মহা সৃষ্টির কথা ভাবতে বসেছ কবি?
এই অগ্নিক্ষরা মুহূর্ত্তে
তুমি কি অবগাহন করে এসেছ—
আসমুদ্র হিমাচলের
সমস্ত দুঃখী মানুষের অশ্রুসলিলে?
পতন অভ্যুদয়ের এই মহা সন্ধিক্ষণে
কোন্ মন্ত্রোচ্চারণে শুরু করবে—
সেই মহাকাব্য,
কি দেবে তার নাম?