শান্তির স্বপক্ষে/কথা দিচ্ছি
অবয়ব
লুয়া ত্রুটি মডিউল:Header_template এর 351 নং লাইনে: bad argument #1 to 'next' (table expected, got nil)।
কথা দিচ্ছি
বন্ধুগণ!
অস্ত্র সংবরণ করুন
কথা দিচ্ছি,
আমি পালাব না!
হত্যার আগে
আমাকে একবার শেষবারের মত
আমার এই বধ্যভূমিকে ঘুরে দেখতে দিন।
যে ভূমি এতদিন
আমার নিজের হাতে বোনা শস্যভূমি ছিল
যে ভূমি আজ আমার অকালে মৃত
প্রিয় পরিজনদের বুকে নিয়ে পাথর হয়েছে।
যে ভূমিতে আমার জন্মগত অধিকার,
যে ভূমিতে আজ আপনারা
আমার হাতে পায়ে বাঁধন দিয়ে
আমাকে হত্যার জন্য বদ্ধপরিকর
আমার সেই চির প্রিয় জন্মভূমিকে
একবার ঘুরে দেখতে দিন
এবং শেষবারের মত আমায় ঘোষণা করতে দিন
এখানে আমারও বাঁচবার অধিকার ছিল
এবং আপনারা,
আপনারাই আমার সেই অধিকারকে অপহরণ করেছেন,
অস্ত্র সংবরণ করুন বন্ধুগণ!
কথা দিচ্ছি,
আমি পালাব না।