শান্তির স্বপক্ষে/কোন্খানে দাঁড়াবে শাশ্বতী?
পরিভ্রমণে চলুন
অনুসন্ধানে চলুন
(পৃ. ৮)
কোন্খানে দাঁড়াবে শাশ্বতী?
ধরো, যদি আজই হঠাৎ সে চলে আসে?
এইখানে, এই অন্ধকারে
এই লাজ-লজ্জাহীন
মনুষ্যত্বহীন এই বিধ্বস্ত সংসারে
যে এসে অনন্ত এই বেদনার কাল—
শেষ করে পৌঁছে দেবে আনন্দ প্রত্যুষে,
সে যদি হঠাৎ চলে আসে,
কোন্ আঙিনায় তাকে ডেকে নেবে তুমি
কোন্খানে দাঁড়াবে শাশ্বতী?