শান্তির স্বপক্ষে/নিজস্ব এক স্বপ্ন
অবয়ব
লুয়া ত্রুটি মডিউল:Header_template এর 351 নং লাইনে: bad argument #1 to 'next' (table expected, got nil)।
নিজস্ব এক স্বপ্ন
ভাবতে কি দোষ? এখন আমি রাজেন্দ্রানী
এটা আমার নিজস্ব এক স্বপ্ন প্রদোষ,
এই প্রদোষে লক্ষ হীরার সিংহাসনে
রাজদণ্ড হস্তে বসে বীরেন্দ্রানী!
একটি মাত্র মন্ত্রে এখন উড়িয়ে দেবে।
আসমুদ্র হিমাচলের যত ধূলো
ধুলোই হবে সোনা, সোনার বৃষ্টি হবে।
কারণ, এটা আমারই এক স্বপ্ন-প্রদোষ।
সোনার বৃষ্টি ঝরছে সিন্ধু উপত্যকায়
মন্ত্র বলে দিগ্বিজয়ী বীরেন্দ্রানীর,
অমৃতস্য পুত্ররা কেউ বুভুক্ষু নয়,
তাদের দু'চোখ জ্বলছে প্রভাত সূর্য্যালোকে!
ভাবতে কি দোষ পরাক্রান্ত মহারাণীর
অশ্ব ছোটে লক্ষ্যে প্রবল পরাক্রমে
কারণ, এটা আমারই এক স্বপ্ন-প্রদোষ,
মন্ত্রে আমার ধূলোয় সোনার বৃষ্টি হবে!