শান্তির স্বপক্ষে/নির্বাসন দিওনা আমায়
পরিভ্রমণে চলুন
অনুসন্ধানে চলুন
(পৃ. ১৮)
নির্বাসন দিওনা আমায়
নির্জনতা চেয়েছি বলে
নির্বাসন দিওনা আমায়!
গাছ, ফুল, নদী, পাখী, মৌসুমী সমীর,
মানুষ এবং এই মানুষের অনুষঙ্গ—
আমি চিরদিন ভালোবাসি।
একাকী নির্জনবাস
তবু মাঝে মাঝে আমাকে প্রলুব্ধ করে
বেলা অবেলায় তাই
মানস-সরসী তীরে নির্জনে একা
সুখ দুঃখ নিয়ে খেলা করি।
তাই বলে' ভুল করে
নিজগৃহে পরবাসী কোরোনা আমায়
নির্বাসন দিওনা আমাকে!