শান্তির স্বপক্ষে/নীলকণ্ঠি পাখির পালক

উইকিসংকলন থেকে

লুয়া ত্রুটি মডিউল:Header_template এর 348 নং লাইনে: bad argument #1 to 'next' (table expected, got nil)।

নীলকণ্ঠি পাখির পালক

নীলকণ্ঠি পাখির পালক রেখোনো তোমার ঘরে।
চৈত্র মাসের উদাস হাওয়ায় উড়িয়ে দিও তাকে।

তোমার বাগান সাজিয়েছ রক্ত গোলাপ দিয়ে
অপরাজিতা নিয়েছি মোর দুই করপুট পুরে,
হীরক, চুনী পরুক তোমার তর্জনী মধ্যমা
আমার হাতে বিষ-জরজর রক্তমুখী নীলা।

ডুব দিয়েছ তুমি অতল সুখের সরসীতে
সুখের স্বপ্নে কাটছে দিবা-রাতের চার প্রহর
যত গরল ঢেলেছে যে যেথায় এ সংসারে
আকণ্ঠ পান করে আমি নীলকণ্ঠি পাখি।

নীলকণ্ঠি পাখির পালক রেখোনা তোমার ঘরে
চৈত্র এলে, উদাস হাওয়ায় উড়িয়ে দিও তাকে।