শান্তির স্বপক্ষে/বাগানের সব ফুল

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

বাগানের সব ফুল

বাগানে সমস্ত ফুল
সূর্য্যমুখী হয়ে ফুটে থাক।
লতা, গুল্ম, তৃণ, সবকিছু
ভরে থাক সূর্য্যমুখী ফুলে।
এরকম ইচ্ছে হলে
এমন কি ক্ষতি আছে কার?
ইচ্ছেটাত এখনো কারো—
গোলামিতে লেখায়নি নাম?

সুতরাং
ইচ্ছে করে
বিশ্বাস করে!
আমার ইচ্ছে কয়ে
বাগানের সব ফুল
সূর্য্যমুখী হয়ে ফুটে থাক।