শান্তির স্বপক্ষে/মাননীয় ভদ্রমহোদয়গণ!

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

মাননীয় ভদ্রমহোদয়গণ!

অনেক কিছুইত করলেন বাবুমশায়রা।
এবার অনুগ্রহ করে একটা কাজ করুন,
আমরা কৃতার্থ হই।
লজ্জায়, ঘেন্নায় এতদিন চুপি চুপি বলেছি
লজ্জার মাথা খেয়ে
এবার চীৎকার করে বলছি
ট্রামে-বাসে-ট্রেনে
অফিসে-আদালতে
রাজপথে, গলিঘুঁজিতে
শ্মশানে, কবরখানায়, কেয়ার টেকারের ঘরে
অবাধ ধর্ষণের পাইকারি বাজার বন্ধ করুন…
এবার, বাবুমশায়রা, এটা করুন।
বরাহ সন্তানের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি হচ্ছে
'মানব-মুখোস' পরে, তারা—
আমাদের দেখাচ্ছে ছৌ নাচ।

মাননীয় ভদ্রমহোদয়গণ,
কথাটা ভেবে দেখুন।