শান্তির স্বপক্ষে/শেষ প্রার্থনা
অবয়ব
লুয়া ত্রুটি মডিউল:Header_template এর 351 নং লাইনে: bad argument #1 to 'next' (table expected, got nil)।
শেষ প্রার্থনা
মানুষের কাছে এখন আমার শেষ প্রার্থনা,
সে প্রার্থনা, যুদ্ধ বন্ধের জন্য, বিশ্ব ভ্রাতৃত্বের জন্য,
বিশ্ব-শান্তির জন্য প্রার্থনা।
আমার বিনীত অনুরোধ, হে মানুষ!
বাতাসকে আর বিষাক্ত কোরোনা,
জলকে গরলে পরিণত কোরোনা
মাটিকে কোরোনা অনুর্বর, বন্ধ্যা।
যদি শুধু বিধ্বংসী মারণ-যজ্ঞই একমাত্র পরিণতি হয়
তবে পৃথিবীর সব গবেষণাগার অবিলম্বে বন্ধ হয়ে যাক্।
কোনো বৈজ্ঞানিক যেন ভুলেও
কোনো আবিস্কারের কাজে
আপন ধীশক্তিকে নিয়োজিত না করেন।