বিষয়বস্তুতে চলুন

শান্তির স্বপক্ষে/ষ্টিল্‌ লাইফ্‌

উইকিসংকলন থেকে

লুয়া ত্রুটি মডিউল:Header_template এর 351 নং লাইনে: bad argument #1 to 'next' (table expected, got nil)।

ষ্টিল্‌ লাইফ্‌

রজনীগন্ধা রয়েছে ফুলদানীতে
ধুপ পুড়ে গেছে, ধূপদানী ছাইভরা
খোলা জানালায় পর্দা উড়ছে হাওয়ায়,
টেবিলের নীচে একজোড়া চটি জুতো।

যেমন তেমন বিছানায় ধুলোভরা
তাকভরা বই পড়ে আছে অগোছালো
আলনায় ভরা জামা কাপড়ের স্তূপ,
অবহেলা মেখে রয়েছে অনাদৃত।

তালা দেয়া দোর ফাঁক করে উঁকি দিই
যার এ রাজ্য, সে আর এখানে নেই,
হু হু হাওয়া এসে তুলে যায় হাহাকার
স্থির হয়ে আছে স্মৃতি বিজড়িত ঘর।