শান্তির স্বপক্ষে/সত্ত্বা আমার
পরিভ্রমণে চলুন
অনুসন্ধানে চলুন
(পৃ. ৯)
সত্ত্বা আমার
জীবন আছে, আছে জীবন-যন্ত্রণা
দৈনন্দিন পীড়ন আছে অজস্র
প্রত্যহ ক্রুশবিদ্ধ হচ্ছি, তবুও
পুনরুত্থান ঘটাচ্ছে কার মন্ত্রণা?
কোন্ পুরোহিত করছে বসে মন্ত্রপাঠ—
বুকের ভিতর? আর কেউ সে নয় গো নয়
সত্ত্বা আমার এক আমার আত্মা সে
জীবন-যজ্ঞে যুগিয়ে যাচ্ছে হোমের কাঠ।