শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/১৩
অবয়ব
(পৃ. ৮-৯)
(জংলা, বৈতালিক; সিদ্ধসঙ্গীত)
আজ কি হেরিলাম রে, যমুনা-পুলিন-কাননে;
(মুখে) মধুর হাসি সুধারাশি, মোহনবাঁশী ও তার বিধুবদনে।
নব নটবর-নাগর-বেশ, নলিন-নয়ন অনিমেশ,
(মুখ-) কমলে ভ্রমরশোভা অলকারি কেশ, শ্রীচরণ দিয়ে চরণে॥
অধরে তাঁবুল-রাগ, পরাণে লাগিল দাগ,
(আমার) কি কাজ গৃহ যোগ যাগ, (যাই) পড়িগে সেই চরণে। ১৩॥