শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/১৪
অবয়ব
(পৃ. ৯-১০)
(বসন্তবাহার, কাওয়ালি)
[নিশুম্ভের উক্তি]
কার বামা এলো এলকেশে;
রণ বেশে, (হয়ে) উলঙ্গিনী আসি ধ’রে অসুর বিনাশে।
শব-হর-হৃদি পরে শোভে পদ সুকোমল,
অমরে পূজেছে তায় দিয়ে শত শতদল,
দশনখে দশ শশী প্রকাশিত সমুজ্জ্বল,
(তাহে) স্বরণ নুপুর বাজে মরি কি উল্লাসে॥
জানু পরে প্রবাহিত দনুজ-রুধির-ধার,
কটিতে নৃকর আঁটা গলে নরশির-হার,
গতাসু যুগল শিশু করণে দোলে বামার,
বিকট-দশনা কালী অট্ট অট্ট হাসে॥
ভীষণ শোণিত-মাখা কি রসনা লক্ লক্,
ওকি ওকি দেখি ভালে, ওকি জ্বলে ধক্ ধক্
এ কি ভয়ঙ্কর ঘোর হুহুঙ্কার!
(আজ) হেরিয়ে বামারে কেন প্রাণ কঁপে ত্রাসে॥
শুন হে দনুজরাজ সরোজের নিবেদন,
অসি-মুণ্ড-বরাভয় চতুভূজে সুশোভন,
(মায়ের) চরণে কৈবল্যধাম, (কালী) কৈবল্যদায়িনী নাম
(হবে) এ রণে মরণে জয়, ভয় কর কিসে। ১৪॥