বিষয়বস্তুতে চলুন

শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/১৬

উইকিসংকলন থেকে

(জংলা আলেয়া, খয়রা)

ঝন্‌ ঝন্‌ ঝনা বাজিছে বাজনা, নগনা শ্যামা রঙ্গে নাচে।
হাসিছে নাশিছে, গ্রাসিছে ত্রাসিছে, ভাসিছে রণ-তরঙ্গ মাঝে; ঝন্‌।
ঘন-ঘটা-ছটা ঘোর গরজে, পাড়িছে প্রলয় দনুজ-সমাজে,
শয়িত শম্ভু চরণাম্বুজে, রুধির-ধারা শ্রীঅঙ্গে সাজে; ঝন্‌॥
বিস্ময়-ভয়ে বিশ্ব চকিত, সুরাসুরনর সবে শঙ্কিত,
অধীরা ধরণী রুধিরাঙ্কিত, এস মা সরোজ-হৃদয় মাঝে; ঝন্‌। ১৬॥