শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/২০
অবয়ব
(পৃ. ১২)
(ভৈরবী, জৎ)
(আমার) বাপের নাম ভিখারী ভোলা, মায়ের নাম রাজরাজেশ্বরী;
(আমি) রেতে সাজি রাজপুত্র, দিনের বেলায় দীন-ভিখারী।
আমি যেমন বাপের বেটা, আমার তুল্য আছে কেটা,
শিবের ত সার সিদ্ধিঘোঁটা, (আমি) পঞ্চবঙ্গে মেতে ফিরি॥
আমি মা’র আদুরে ছেলে, সদাই ফিরি মায়ের কোলে,
পুজো পাঠা যুঠে গেলে, ভোগের আগে প্রসাদ মারি॥
বৎসের পাছে গাভী যেমন, মোর পাছে মা আছে তেমন,
যখন দেখি এমন তেমন, (অম্নি) মায়ের গলা জড়িয়ে ধরি। ২০॥