শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/২৪
অবয়ব
(পৃ. ১৪-১৫)
(খাম্বাজ একতালা)
(তারা) মরণে আমার কি ভয় বল;
তুই যদি মা বাম, বাঁচিয়ে কি কাম,
(ভবে) আসা চাইতে আমার যাওয়াই ভাল
যার জননী তারা, মৃত্যুঞ্জয়-দারা,
মৃত্যু হবে তার, হাস্বে বসুন্ধরা,
লোকে বল্বে তারা, তিন কাল ক’রে সারা,
(এখন) কলিকালে কালী মৃত-বৎসা হ’লো॥
শাস্ত্রে আছে যুক্তি, তোর নামে মা মুক্তি,
(সে যে) মহাকালের উক্তি, কালের কি তায় শক্তি,
(কাল কি) দণ্ডে হেন ব্যক্তি, (যার) কালী-নামে ভক্তি,
(তার ত) জীবন মরণ মায়ের কোল-বদল। ২৪॥