বিষয়বস্তুতে চলুন

শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/২৫

উইকিসংকলন থেকে

(ভৈরবী, একতালা)

(মিছে) মায়াবশে বিষয়-রসে মোজো না মন মোজো না;
মান রে প্রবোধ, কেন রে অবোধ বুঝাইলে বোঝো না।
নবদ্বার গৃহে গৃহী তুমি মন, অহরহ কর সমীর সেবন,
পবনে জীবন-ধারণ মরণ, (হরি-) চরণ স্মরণ কর না॥
কার বা কার্য্য কে তুমি কর্ত্তা, অহঙ্কারে বিমূঢ় আত্মা,
আধার অপাদান করণ কর্ত্তা, সেই এক ঠারে ভজনা॥
কমল-কাননে মলয়-খেলা, অলি গুন্‌ গুন্‌ সুধাধারা ঢালা,
(ও তার) রূপ রস রব পরশ গন্ধ, সেই আনন্দে মাতনা। ২৫॥